Posts

Showing posts with the label tanveer evan

Ayna bengali Lyrics (আয়না) Tanveer Evan Bangla Song

Image
lyricstricks   Ayna | Tanveer Evan | Bangla new song “ Ayna” it stands for mirror. Standing in front of the mirror and talking to yourself. That’s what this song had to say. Enjoy the track.✌🏼 Share if you love it.❤️ Track name - Ayna. Artist - Tanveer Evan. Lyrics - Asif sohan. Music Composer- Piran khan. Ayna song lyric  by Tanveer Evan | Bangla  song   আয়ণা(Ayna) lyric বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে চাঁদ নামেনি এখান প্রানহীন সন্ধ্যাতারা ফুটেছে ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আধারে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে অহেতুক তুমি ছুটেছ মিছে স্বস্তি খুঁজেছ তোমার আমার ব্যবধান এখান সর্বচ্চ আয়নায় চেয়ে দেখ চোখ কি বলে ঠোঁটে হাসি নেই তোমার আমি আজ নেই বলে বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে চাঁদ নামেনি এখান প্রানহীন সন্ধ্যাতারা ফুটেছে ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আধারে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে বদলে দিয়েছে পুরোটা আমাকে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে চাইলেই তুমি পারতে একটু আস্তা রাখতে আমি ঠিকই সব গুছিয়ে নিতাম তুমি বিশ্বাস রাখনি চলে গেছ সুখের মোহে আমার কান্না পায়ে মাড়িয়ে হা...

Oviman(অভিমান) Song Lyrics Tanveer Evan ~lyricsLyrics | Latest ...

Image
Oviman  (অভিমান)  song lyrics : Drama- Best Frend 3 Song-   Oviman Singer- Tanveer Evan Lyrics- Tanveer Evan Music Composition- Piran Khan Guitar-Amrick Das Gupta Flute-Rahul Sarkar Shuvo Label-CD Choice Cast-Jovan, Mehazabien & Azad Director-Probir Roy Chowdhu O viman (অভিমান) Song Lyrics Bengali : Lyric(লিরিস্ক) আমি পারিনি তোমাকে আপন করে রাখতে আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে তুমি বুঝনি আমি ভুলিনি তুমি স্বপ্নতে কেনো আসনি আমার অভিমান, তোমাকে  নিয়ে  সব গেয়েছি... তুমি বুঝনি আমি ভুলিনি তুমি স্বপ্নতে কেনো আসনি আমার অভিমান, তোমাকে  নিয়ে  সব গেয়েছি গানে গানে সুরে সুরে কতো কথা বলেছি তোমাকে তুমি বুঝনি বুঝনি... ক্খন যদি আনমনে চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো কখন যদি হঠাৎ' আসে জড়িয়ে ধরে বলও ভালোবাসো আমি প্রতি রাত হ্যাঁ প্রতি ক্ষণ খুব অজানায় কতো অভিনয় করে বসি... তোমাই ভেবে আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উচাটন তুমি বোঝনি কেন আমাকে তুমি বুঝনি আমি ভুলিনি তুমি স্বপ্নতে কেনো আসনি আমার অভিমান, তোমাকে নিয়ে সব গেয়েছি...(২) গানে গানে সুরে সুরে কতো কথা বলে...