Ayna bengali Lyrics (আয়না) Tanveer Evan Bangla Song
lyricstricks Ayna | Tanveer Evan | Bangla new song “ Ayna” it stands for mirror. Standing in front of the mirror and talking to yourself. That’s what this song had to say. Enjoy the track.✌🏼 Share if you love it.❤️ Track name - Ayna. Artist - Tanveer Evan. Lyrics - Asif sohan. Music Composer- Piran khan. Ayna song lyric by Tanveer Evan | Bangla song আয়ণা(Ayna) lyric বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে চাঁদ নামেনি এখান প্রানহীন সন্ধ্যাতারা ফুটেছে ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আধারে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে অহেতুক তুমি ছুটেছ মিছে স্বস্তি খুঁজেছ তোমার আমার ব্যবধান এখান সর্বচ্চ আয়নায় চেয়ে দেখ চোখ কি বলে ঠোঁটে হাসি নেই তোমার আমি আজ নেই বলে বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে চাঁদ নামেনি এখান প্রানহীন সন্ধ্যাতারা ফুটেছে ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আধারে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে বদলে দিয়েছে পুরোটা আমাকে তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে চাইলেই তুমি পারতে একটু আস্তা রাখতে আমি ঠিকই সব গুছিয়ে নিতাম তুমি বিশ্বাস রাখনি চলে গেছ সুখের মোহে আমার কান্না পায়ে মাড়িয়ে হা...