Posts

Showing posts with the label Shunno Band

Behula Lyrics (বেহুলা) Shunno Band Song 2021 latest song

Image
B ehula (বেহুলা)  Song Lyrics : Tune & Composition: SHUNNO Members : Vocal-Emil Bass-Michael Drums-Labib Guitar-Ishmam Lyrics-Tanvir Chowdhury Produce by-Shaker Raza Animation-Antik Animated Studio Behula (বেহুলা) Song Lyrics Bengali : Lyrics(লিরিস্ক) ভাগা আমাই ছোবল মারে রাক্তে বিষের জ্বালা তুমি আমার আঁধার রাতে একশ তারার মালা তোমার আমার এই কাহিনী হাজার বছ্রর ধরে ভালবাসার গান শনাবে প্রাচীন কোন সুরে ও বেহ্ললা.........। আমি মরলে আমাই নিয়ে ভাসাইও ভেলা ও বেহ্ললা.........। আমি মরলে আমাই নিয়ে ভাসাইও ভেলা ছাইড়া গেল স্বজন সুজন তুমি তবু পাশে তোমার মতন এমন করে আর কে ভালবাসে তোমার কায়া বড় মায়া বটের ছায়া চোখে আগলে রাখো বান্ধু আমায় এই দুনিয়া থাকে ও বেহ্ললা.........। আমি মরলে আমাই নিয়ে ভাসাইও ভেলা ও বেহ্ললা.........। আমি মরলে আমাই নিয়ে ভাসাইও ভেলা কালো মেঘে ডুবল আকাশ ব্জ্র হানাহানি আকাশ জানে তোমায় ভালবাসি কতখানি............ কালো মেঘে ডুবল আকাশ ব্জ্র হানাহানি আকাশ জানে তোমায় ভালবাসি কতখানি............ ও বেহ্ললা......... আমি মরলে আমাই নিয়ে ভাসাইও ভেলা ও বেহ্ললা.........। আমি মরলে আমাই ...